শেষ হলো ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড

0 402


ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, জাবেদ আল আজাদ ও স্বর্নাভো চৌধুরী। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন। আজ (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

- Advertisement -


চতুর্থ রাউন্ডের খেলায়ঃ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, জাবেদ আল আজাদ অনত চৌধুরীকে ও স্বর্নাভো চৌধুরী গোলাম মোস্তফা ভূঁইয়াকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের সাথে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনের সাথে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনে সাথে ও আনিসুজ্জামান জুয়েল দেলোয়ার হোসেনের সাথে ড্র করেন। পঞ্চম রাউন্ডের খেলা আগামীকাল (শনিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থান সমূহে শুরু হবে।

- Advertisement -

Comments
Loading...