এশিয়ান এ্যাগ্রো সেন্টারের উদ্বোধন করছেন তরুণ শিল্প উদ্যোক্তা বোরহানুল হাসান চৌধুরী সালেহীন

0 427


তরুণ শিল্প উদ্যোক্তা ও সমাজসেবী বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, কৃষি সংস্কৃতির অগ্রযাত্রায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন তা জাতিকে পুষ্টিতে সমৃদ্ধ করবে। তাই এই খাতে যারা সম্পৃক্ত তাদের সম্মিলিত প্রয়াস এশিয়ান এ্যাগ্রো ডিসপ্লে সেন্টার একটি নতুন দৃষ্টান্ত। তিনি গতকাল শুক্রবার বিকেলে বায়েজিদ টেক্সটাইল গেইট সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি জানান নাহার এ্যাগ্রো, গ্রীন হারভেজ এ্যাগ্রো, শাহ আমানত এ্যাগ্রো, রয়েল রেন্স এ্যাগ্রো, খান এ্যাগ্রো, রুস্তম এ্যাগ্রো, ইকবাল এ্যাগ্রো ও মাহির এ্যাগ্রোসহ নয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত এশিয়ান এ্যাগ্রোর দুগ্ধতাত তরল খাদ্য এবং মাংসজাত আমিষ প্রোটিন যোগান দিয়ে জাতিকে সেবা দিতে প্রত্যায়ী। তিনি আশা প্রাকশ করেন যে, এই খাতে যারা বিনিয়োগ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী সরকার প্রণোদনা ও সহায়তা করবে। কেননা নগরায়নের পাশাপাশি কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জনস্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিই হলো প্রধান শক্তি।

- Advertisement -

Comments
Loading...