রাউজানের একশ পরিবারকে খাবার তুলে দিলেন তরুণরা

0 342


সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস ঝুঁকিতে আজ। সেই প্রভাবও পড়েছে বাংলাদেশে। সরকার দেশে করোনা ঝুঁকি এড়াতে ছুটিও ঘোষণা করেছে। করা হয়েছে বিভিন্ন স্থানে লকডাউনও। এমন পরিস্থিতিতে কেটে খাওয়া দিনমজুর বা শ্রমিকরাও কাজ করতে পারছেন না। এমন সময় সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন কিছু তরুণ যুবক। সাথে ছিলেন স্থানীয় এলাকাবাসীও। সেই সব একদল তরুণ যুবক গরীবদের মাঝে কিছু দিতে না পারলেও চেষ্টা করেছেন অসহায় এবং অভাবী মানুষদের একবেলা খাবার হিসেবেও তুলে দিতে পারবেন কিনা। একমন চেষ্টার সুফল এনেছেন একদল তরুণ যুকর। এলাকাবাসীর পক্ষ থেকে এতো ঝুঁিকর মধ্যেও একবেলা খাবার নিয়ে ১০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তবে একবেলা খাবার পেয়ে দারুন খুশী সেইসব গরীবরা। চট্টগ্রামের রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের নুনাপুকুরপাড়স্থ এলাকার কিছু যুবকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীও।
গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো উদ্যোগী সুজিত চক্রবর্ত্তী নামের এক তরুণ যুবক বলেন, দেশের করোনাভাইনের প্রার্দুভাব বাড়ছে। সর্তকও করেছে সরকার। এমন অবস্থায় দেশের বিভিন্ন এলাকাও লকডাউন করেছে। প্রতিটি এলাকায় ঘরে থেকেই সচেতনভাবে থাকতেও বলা হচ্ছে সরকার। এতে করেই বিভিন্ন কর্মজীবী প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শ্রমিকরা কাজও করতে পারছেন না। তাই গরীব ও শ্রমজীবী মানুষদের পাশে একবেলা খাবার চেষ্টার চেষ্টা করেছি মাত্র। স্থানীয় এমপি দীর্ঘ বছর ধরেই এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। আমরা নিজেদের উদ্যোগে কিছুটা চেষ্টা করেছি গরীবদের পাশে থাকতে। তবে প্রতিটি এলাকায় এমন উদ্যোগগ্রহণ করারও আহবান জানালেন এ তরুণ। বিজ্ঞপ্তি

- Advertisement -

Comments
Loading...