খাগড়াছড়িতে যুবককে কুপিয়ে হত্যা

0 311


খাগড়াছড়ির দীঘিনালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তিনি দীঘিনালা থানা বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাতটার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

- Advertisement -

Comments
Loading...